
ছবি: সংগৃহীত
প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট না থাকার অজুহাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক।
সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
সৌদি থেকে ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, তাদের অনেকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ আটক করে জোরপূর্বক দেশে পাঠিয়ে দিয়েছে।
আরওপড়ুন<<>>আমিরাতে লটারিতে ৯ কোটি টাকা জিতল দুই বাংলাদেশি
প্রবাসীদের অভিযোগ, সৌদিতে চলমান একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। তাদের ভাষ্যমতে, গত ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের উপর দমন-পীড়ন বাড়ানো হয়।
ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন, এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। বৈধ আকামা, ভিসা সব থাকার পরও আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।