Apan Desh | আপন দেশ

‘অবৈধ আদেশ পালন করায় জনরোষের শিকার পুলিশ’

 নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ এপ্রিল ২০২৫

‘অবৈধ আদেশ পালন করায় জনরোষের শিকার পুলিশ’

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। এর কারণে অনেক সৎ পুলিশ অফিসারকেও মাশুল দিতে হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী ভাষনে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস।

পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশকে সতর্ক থাকার আহাবান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বড় চ্যালেঞ্জ হলো স্বৈরাচার আমলে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করা হয়েছিল তা কমিয়ে আনা। জনগণের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আরওপড়ুন<<>>এলজিইডির ৩৬ কার্যালয়ে চলছে দুদকের অভিযান

প্রধান উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

ড. ইউনূস বলেন, নিরাপত্তার দিক থেকে দেশ অনেক দূর এগিয়েছে। নারী ও শিশু নিরাপত্তা পেলেই দেশ আরও এগিয়ে যাবে। সব স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালন করতে হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়