Apan Desh | আপন দেশ

বেতন গ্রেড বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

আপন দেশ ডেস্ক  

প্রকাশিত: ১৪:৩১, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১১, ২৯ এপ্রিল ২০২৫

বেতন গ্রেড বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর আসছে। তাদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম এবং সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম গ্রেড পাবেন।

‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ। কমিটি প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাড়ানোসহ কয়েকটি সুপারিশ করেছে।  গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় তারা।

আরওপড়ুন<<>>সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায়: সিইসি

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি অধিদফতরকে এ চিঠি দেয় মন্ত্রণালয়।

ওই কমিটি ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে শুরুর পদ ‘শিক্ষক’ করার সুপারিশ করে। এ ক্ষেত্রে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে ১২তম। এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরও দুই বছর পর তারা ‘সিনিয়র শিক্ষক’ হবেন। তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম। এছাড়া পরামর্শক কমিটি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়