
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সাবেক মন্ত্রী বিদেশে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, আমি নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করতে চাই না। তবে তদন্ত দলের এখতিয়ারেই বিষয়টি রয়েছে। যদি তারা প্রয়োজন মনে করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
এদিকে, রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।