Apan Desh | আপন দেশ

আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৮:০৫, ২৩ মার্চ ২০২৩

আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে মঙ্গলবার

ফাইল ছবি

নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া প্রস্তাবগুলো আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠানো হবে। এ তথ্য জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর আগারগাওঁয়ে নিজ কা র‌্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ইসির এই কমিশনার বলেন, কমিশন থেকে নির্বাচনি আইন সংস্কারে যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটি পাশ হলে আইনটি ‘যুগান্তকারী’ হবে। এতে প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে। আমরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি। ভোটারদের যাতে বাধা না দেয়া হয় সেই বিষয়টিও রয়েছে। 

আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করা হতে পারে।

আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে সময় বাড়িয়ে ২০৩০ সাল করা, নির্বাচনি অনিয়ম রোধে নানা ধরনের শাস্তি বাড়ানোর সুপারিশ আছে। 

এ প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এ সভায় আমাদের প্রস্তাবগুলো উঠবে। আমরা যা প্রস্তাব করেছি সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদ পাঠানো হবে। সংসদে পাশের সময় ইসির প্রস্তাবে সংযোজন বিয়োজন হতে পারে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়