Apan Desh | আপন দেশ

জামায়াতের ১৪ নেতাকে তুলে নেয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৮ এপ্রিল ২০২৩

জামায়াতের ১৪ নেতাকে তুলে নেয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে

ছবি: আপন দেশ

রাজধানীর ভাটারা থেকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা (উত্তর) মহানগর জামায়াতের আমিরসহ ১৪ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা (উত্তর) মহানগরীর প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন, জামায়াত নেতাদের তুলে নেয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এ বিষয়ে জানতে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন <> রাজধানীর মিরপুর-১ থেকে জামায়াতের অর্ধশত নেতাকর্মী আটক

তবে, অভিযানে সংশ্লিষ্ট ডিবির এক কর্মকর্তা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ ১৪ জনকে তুলে নেয়ার খবর নিশ্চিত করেছেন। তাদের গ্রেফতার বা কোন মামলায় তুলে আনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে সংবাদমাধ্যমে পাঠানো জামায়াতের বার্তায় বলা হয়েছে, ভাটারা থানার বসুন্ধরা আবাসিকের ডি-ব্লক দুই নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা (উত্তর) মহানগর জামায়াতের আমিরসহ ১৪ জনকে শুক্রবার সন্ধ্যায় তুলে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর (ডিবি পুলিশ) পরিচয়দানকারীর সদস্যরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়