Apan Desh | আপন দেশ

স্যাংশন দিয়ে কোনো লাভ নেই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২১ মে ২০২৩

আপডেট: ১৬:৩৮, ২১ মে ২০২৩

স্যাংশন দিয়ে কোনো লাভ নেই : তথ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

স্যাংশন এর ব্যাপারে যে পত্রিকার লিখেছে তারা কোত্থেকে খবর পেয়েছে তাদের জিজ্ঞেস করলে ভালো হয়। আমাদের এ ব্যাপারে কোনো কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন-এগুলো দিয়ে কোনো লাভ হয় না, ইতোমধ্যেই প্রমাণিত বলে জানালেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২১ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘শাবাশ বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্যাংশন প্রসঙ্গে তিনি বলেন, একটা পত্রিকায় রিপোর্ট হলো, আমেরিকার আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আসছে। এক্ষেত্রে রাজনীতিবিদরাও থাকছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, প্রথমত যে পত্রিকায় লিখেছে, তাদের জিজ্ঞেস করুন। আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং গত ৫১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা ট্রেনিংসহ নানা সহায়তা দিয়ে আসছে। সেই সহায়তা অব্যাহত আছে। আমরা যেটা মনে করি আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের সহযোগিতাতেই আমাদের দেশ আজকের সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার।  

আরও পড়ুন : বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট দেয়ার মতো : তথ্যমন্ত্রী

স্যাংশপ্রাপ্ত কয়েকটি দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, যে পত্রিকার লিখেছে তারা কোত্থেকে খবর পেয়েছে তাদের জিজ্ঞেস করলে ভালো হয়। আমাদের এ ব্যাপারে কোনো কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন-এগুলো দিয়ে কোনো লাভ হয় না, ইতোমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। কই ইরানের সরকার তো পড়ে যায়নি। ইরানের সরকার বহাল তরিয়াতে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর। কিউবাকে তলাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে। কিউবার সরকার পরিবর্তন হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন। কই মিয়ানমারে তো সরকার পরিবর্তন হয়নি এবং রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন। সেই স্যাংশন অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে আমদানি করছে। ভারত তো করছে, অনেকেই করছে। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না।

সম্প্রতি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে বলেছেন। এ বিষয়টি কেন এলো জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেটার উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে যেমন আপনারা প্রশ্ন করলেন আমি উত্তর দিতে বাধ্য হলাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়