Apan Desh | আপন দেশ

ঢাকার বায়ুমানের উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ১৭ জুন ২০২৩

ঢাকার বায়ুমানের উন্নতি

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগতে থাকা রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির কারণে বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃষ্টিস্নাত শনিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১২তম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯৫। যে স্কোর, সে অনুযায়ী শহরের বাতাসের মান ‘মধ্যম’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ তালিকায় ১৫৪ একিউআই স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা; ১৫৩ নিয়ে দ্বিতীয় চিলির সান্তিয়াগো। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৪৪, চতুর্থ স্থানে থাকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নগরীর স্কোর ১৩৪ এবং পঞ্চম স্থানে থাকা চীনের শেনিয়াংয়ের স্কোর ১২৪।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়