Apan Desh | আপন দেশ

মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না: ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২২ জুন ২০২৩

আপডেট: ১৭:১১, ২২ জুন ২০২৩

মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না: ডিএমপি 

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি অরও বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নেয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যাবেন।  

প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়