Apan Desh | আপন দেশ

টিভিএফবি করোনাযোদ্ধা, স্টার অ্যাওয়ার্ড পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ২২ জুন ২০২৩

আপডেট: ১৯:২৪, ২২ জুন ২০২৩

টিভিএফবি করোনাযোদ্ধা, স্টার অ্যাওয়ার্ড পেলেন যারা

ছবি : আপন দেশ

করোনাকালীন সময় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় দেশের মানুষকে যেভাবে সুরক্ষা দিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। ওই সময় স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লীষ্ট যারা কাজে নিয়োজিত থেকে নিজের জীবন বিপন্ন হবে জেনেও মানুষের সেবাদান করেছেন নিস্বার্থভাবে অন্যের মুখে হাসি ফুটিয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজন করোনাযোদ্ধাকে সংবর্ধনা জানিয়েছে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ।

বুধবার (২১ জুন) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ করোনাকালীন সময়ে যারা সমাজে অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক করোনাযোদ্ধা এবং বিভিন্ন শাখায় সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপিকে ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি বাদল আহমেদ মন্ত্রী মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং টেলিপাব এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান।

করোনাকালে মানুষ ছিলেন জীবন-মৃত্যুর মাঝে। সে এক উৎকণ্ঠার জীবন। কেউ যেনো কারো না। সেই সময়ে বিপন্ন মানুষের জন্য সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের বিভিন্নস্তরের করোনাযোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। করোনাযোদ্ধা হিসেবে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নিউ এজ পত্রিকার সিনিয়র করেসপন্ডেন্ট এবং রিপোর্টার্স এগেইনস্ট করাপশন এর সভাপতি আহম্মদ ফয়েজ, দৈনিক আজকের পত্রিকা বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম রাশেদ রাব্বি, সাংবাদিক জসিম উদ্দিন খান (চেয়ারম্যান, সঙ্গে আছি ফাউন্ডেশন), ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ এবং করোনাযোদ্ধা এবং গীতিকার হিসেবে পুরস্কার পেয়েছন মিজান মালিক (যুগান্তর)।

চলচ্চিত্র শাখায় যারা পুরস্কার পেয়েছন তারা হলেন, ফিরে দেখা ছবি পরিচালনার জন্য চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, খোরশেদ আলম খসরু (প্রযোজক, গলুই), এস এ হক অলিক (পরিচালক, গলুই), শাকিব খান (অভিনেতা, গলুই), পুজা চেরি (অভিনেত্রী, গলুই), গোলাম আজাদ খান (কাহিনীকার, শান), আব্দন নুর সজল (জ্বীন)।

টেলিভিশন নাটক এবং ডিজিটাল প্লাটফমে শাখায় যারা পুরস্কার পেয়েছন তারা হলেন, সেরা পরিচালক সালাউদ্দিন লাভলু (শিক্ষিত বউ), সেরা অভিনেত্রী সারিকা সাবরিন (ড্রিম গার্ল), ওটিটি প্লাটফরমে সেরা পরিচালক এমদাদুল হক খান (কিপ্টা শশুর), সেরা চিত্রগ্রাহক মনির হোসেন (মিঠু মনির) (কিপ্টা শশুর)। আরো কয়েকটি শাখায় পুরস্কার প্রদান করা হয়।

সঙ্গীত শাখায় যারা পুরস্কার পেয়েছন তারা হলেন, সেরা সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, আলোচিত সঙ্গীতশিল্পী আজাদ খান, ফোক সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁই, গীতিকবি এনামুল কবির সুজন। মানবসেবায় পুরস্কার পেয়েছেন শফিকুল আলম মিলন (ডক্টরস টিভি)। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা এবং ইভেন্ট পার্টনার ইনবক্স কমিনিউকেশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়