Apan Desh | আপন দেশ

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ২৫ জুন ২০২৩

আপডেট: ২১:১৬, ২৫ জুন ২০২৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি বিবেচনায় মূল বেতনের ৫ শাতাংশ বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপতকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।

আরও পড়ুন <> জাতীয় বেতন স্কেলে ১০টি গ্রেড, স্বল্প শিক্ষিতরা সরকারি চাকরি পাবে না

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে। আরও ৪/৫ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।

তিনি বলেছেন, বিদেশ থেকে বেশি দামে পণ্য আমদানী করতে হচ্ছে। যার কারণে ডলারে টান পড়েছে। 

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়