পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও তার একান্ত সচিব আরিফুজ্জামান
পানিসম্পদ উপমন্ত্রী এনামমুল হক শামীমের নিজ জেরা শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তার একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামান। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে, আরিফুজ্জামান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সেতু বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) ছিলেন।
একই সঙ্গে আজকের (৬ জুলাই) ওই প্রজ্ঞাপনে ঢাকাসহ দেশের আরও ৯ জেলায় নিতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে গাজীপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, লক্ষ্মীপুর ও ফেনী।
সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলাপর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
>>> আরও পড়ুন: একসঙ্গে ১০ জেলায় ডিসি পরিবর্তন
ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান সব উন্নয়নমূলক কাজও তারা তদারকি করে থাকেন।
নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ অনুযায়ী- আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় জেলা প্রশাসকরা (ডিসি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকায় যে কোনো কেন্দ্রের ভোটগ্রহণ থেকে শুরু করে বাতিলের ক্ষমতাও তাদের থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে রিটার্নিং কর্মকর্তা তথা ডিসির অধীনে। নির্বাচনের সময় সমন্বয়কারীর ভূমিকায়ও থাকেন ডিসিরা।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।