Apan Desh | আপন দেশ

ষষ্ঠবার বাড়ছে ওয়াসা এমডি তাকসিমের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১১ জুলাই ২০২৩

আপডেট: ০০:৪৭, ১২ জুলাই ২০২৩

ষষ্ঠবার বাড়ছে ওয়াসা এমডি তাকসিমের মেয়াদ

ফাইল ছবি

সেবার মান নিয়ে যতই সমালোচনা বিতর্ক থাকুক না কেন আবারও মেয়াদ বাড়ছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের। মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ দফায় তার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াসার বোর্ডের একাধিক সদস্য। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

এর ফলে ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে নিয়োগ চূড়ান্ত হবে। আর তা হলে টানা ৭ম বার প্রতিষ্ঠানটির এমডি দখলে থাকবে তার।

উল্লেখ্য ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। সেই থেকে টানা প্রায় ১৪ বছর এই পদে বহাল আছেন তিনি। এ সময়ে পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয় সেই সঙ্গে বেতন বেড়েছে ৪২১ শতাংশ।

ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের বর্তমান মাসিক বেতন ৬ লাখ ২৫ হাজার টাকা। সর্বশেষ করোনা মহামারির মধ্যে একলাফে তার বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও ঢাকা ওয়াসা বোর্ড কেন তাকসিমকে একই পদে রাখার প্রস্তাব করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি আকতার মাহমুদ একটি  দৈনিককে বলেন, ওয়াসার পানি সরবরাহে উন্নতি হলেও কোনো টেকসই ব্যবস্থা গড়ে তোলা যায়নি। পয়োনিষ্কাশনের ব্যবস্থাতেও সফলতা নেই। তাকসিম এ খান এমন অসাধারণ কিছু করেননি, যাতে তাকে আরও তিন বছর একই পদে রাখতে হবে। প্রথাগতভাবেও একজনের একই পদে দীর্ঘদিন থাকা উচিত নয়। এতে অন্যদের পথ রুদ্ধ হয় এবং নতুন নেতৃত্ব তৈরি হয় না।

আর ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক ওই দৈনিককে বলেন, দুদকে তাকসিমের একাধিক দুর্নীতির মামলা চলমান। এমন অবস্থায় বিধিমোতাবেক তার চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করতে পারে না ওয়াসা বোর্ড। এটা অনৈতিক এবং দুর্নীতির সহায়ক।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়