এরশাদ উদ্দিন- ছবিটি জামুকার ওয়েবসাইট থেকে নেয়া।
অন্য নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং স্ত্রীকে শারীরিকে নির্যাতনের দায়ে সিনিয়র সহকারী সচিবকে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বেতন কমানো হয়েছে।
এরশাদ উদ্দিন নামের ঐ কর্মকর্তা মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিসিএস ৩৩ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
আরও পড়ুন <<>> স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করল বন্ধুরা!
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তি দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’এর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তাকে একই বিধিমালার ৪(২)(ঘ) বিধি অনুযায়ী আগামী দুই বছরের জন্য তার বিদ্যমান বেতনগ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ করা হয়েছে। সে অনুযায়ী এরশাদ উদ্দিন ষষ্ঠ গ্রেডের ৩৫৫৫০–৬৭০১০ টাকা বেতন স্কেলের নিম্নতম ধাপ ৩৫,৫৫০ টাকা মূল বেতনে দুই বছর চাকরি করবেন। তবে দণ্ডের মেয়াদ শেষ অর্থাৎ দুই বছর পর থেকে অভিযুক্ত কর্মকর্তার বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে ষষ্ঠ গ্রেডের স্বাভাবিক স্কেলে চলে আসবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।