ফাইল ছবি
সুইডেনে পবিত্র কোরআন আবমাননার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসলাম ধর্মপ্রাণ মুসুল্লীরা। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ করেন।
রাজধানীর পল্টন সেগুনবাগিচা এলাকার ইমাম ও খতিব পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি শুরু হয় সেগুনবাগিচা জামে মসজিদ থেকে। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে ফের সেগুনবাগিচায় সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করেছে, কোরআনকে আবমাননা করেছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে সুইডেনের পণ্য বিক্রি না করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশেও সুইডেনেরে পণ্য নিষিদ্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: সুইডেনে পবিত্র কুরআন অবমাননায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়
ইউরোপের শান্তিপূর্ণ দেশ হিসেবে খ্যাত সুইডেনে প্রায়ই দেশটিতে ইসলাম ধর্মের অবমাননার ছাপ পাওয়া যায়। গত ২৮ জুন আবারো দেশটির রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে একব্যাক্তি পবিত্র কোরআন আগুন দিয়ে পোড়ান। এরপর আবারও বিশ্বের তীব্র ক্ষোভের মুখে পড়ে সুইডেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এরকম ঘটনা এটিই প্রথম নয়। দেশটি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার জন্য বিশ্বজুড়ে বারবার খবরের শিরোনামে এসেছে। সুইডিশ রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন যিনি আগুন দিলেন, তিনি এক ইরাকি বংশোদ্ভূত ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা। তিনি পাঁচ বছর আগে অভিবাসী হিসেবে সুইডেনে আসেন। কিন্তু সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এখন তার সুইডিশ পাসপোর্ট রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।