বক্তব্য রাখেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘কারও মাতব্বরির প্রয়োজন নেই’। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বন্ধুদের সঙ্গে বসে আমরা চা খাব, তাদের কথা শুনব-। এটা ঠিকই আছে। কিন্তু বন্ধুরা আমাদের পরিচালনা করবে না।
রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।
সভায় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ।
মন্ত্রী বলেন, আমরা এমন কোনো কাজ করিনি যে মাথা নিচু করে বাঁচতে হবে। বিদেশি সাহেবরা আসবেন ব্যাগ হাতে নিয়ে। আপনারা ঘুরে বেড়ান, চা খান, সুন্দর গল্প করুন। কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে দিন।
>>> আরও পড়ুন: রাজউক গরিবদের ‘তাড়িয়ে’ দিয়ে ধনীদের আরও ধনী বানিয়েছে: পরিকল্পনামন্ত্রী
তিনি বলেন, গত ১৪ থেকে ১৫ বছরে দৃঢ় নেতৃত্বের ফলে এবং ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ শেখ হাসিনা পেয়েছেন বলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পেরেছি। যারা গবেষক, পণ্ডিত মানুষ আছেন, তারা আমাদের কার্যক্রম নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার-বিবেচনা করবেন। কিন্তু আমরা যারা মাঠে রয়েছি, তারা কাজটা করে যেতে চাই। এ জন্য প্রয়োজন শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ।
শনিবার (১৫ জুলাই) এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ীরা আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন- এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গতকাল ব্যবসায়ীরা যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী। এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়; আর্থরাজনৈতিক বক্তব্য। এ মুহূর্তে আমাদের দেশের প্রধান কাজ হলো উন্নয়ন। এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে ফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের ব্যবসায়ীরা গতকাল প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছেন। এই সমর্থন দেওয়া হয়েছে দেশের স্থিতিশীলতার জন্য। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অন্য কাউকে পরীক্ষা করার সময় নেই। যিনি পরীক্ষিত আছেন, তাকেই আমাদের প্রয়োজন।’
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।