Apan Desh | আপন দেশ

ঢাকা-১৭ উপ-নির্বাচন: হতাশ হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ১৭ জুলাই ২০২৩

আপডেট: ১৫:৫৯, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ উপ-নির্বাচন: হতাশ হিরো আলম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায়ই অন্যতম প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ৬০০ লোক নিয়োগ দিয়েছি। এরমধ্যে এখন পর্যন্ত ১২টি কেন্দ্র থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে। এছাড়া আমার ভোটারদের ঢুকতে দিচ্ছে না। এই নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ করছি।

আর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটা জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আর আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে (ইসি) বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো রকমের খোঁজ-খবর নেয়নি তারা (ইসি)।

প্রসঙ্গত চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আজ ইপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এ আরাফাত। আর বিএনপিসহ দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় এই উপ-নির্বাচনও বর্জন করেছে।

ওই কেন্দ্রে দুপুর ২টার দিকে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমকে দেখে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন জনতা।

এসময় তিনি বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে, তারপরও আমি মাঠে থাকব।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়