Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে পিটুনি, হাসপাতালে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১৭ জুলাই ২০২৩

আপডেট: ১৭:৩২, ১৭ জুলাই ২০২৩

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে পিটুনি, হাসপাতালে হিরো আলম

হাসপাতালে চিকিৎসাধীন আছেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে। পরে তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়।

বনানীতে হিরো আলমের ওপর হামলাকারীদের গলায় ছিল নৌকা প্রতীক

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। সেসময় কিছু লোক তাকে এসে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না, এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী’ -এই বলে তারা হিরো আলমকে মারধর শুরু করেন। তারা হিরো আলমকে ধাওয়া এবং মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান।

পরে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান। তাকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।

ছবি: সংগৃহীত

এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। তারা হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম (একতারা) এবং মো. তারিকুল ইসলাম।

প্রসঙ্গত চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আজ ইপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এ আরাফাত। আর বিএনপিসহ দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় এই উপ-নির্বাচনও বর্জন করেছে।

আপন দেশ/ এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়