ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা রাজনীতি করতে তাদের (বিএনপি-জামায়াত) বাধা দিচ্ছি না, বাধা দিবও না। কিন্তু তারা আবার যদি যানবাহনে আগুণ দেয়, মানুষ পুড়িয়ে মারে, তাহলে কোনো ছাড় পাবে না। এখন আমাদের সব জায়গায় ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ধরে এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত নির্মিত ৭২ কিলোমিটার (কিমি) ডাবল রেললাইন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন উদ্বোধনের ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আর কোনো সিঙ্গেল লাইন রইল না।
আরও পড়ুন <<.> জবাবদিহি থাকলে ২০৪১ সালে উন্নত দেশ গড়া ও এসডিজি অর্জন সম্ভব
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বলব ওই সন্ত্রাসী বিএনপি-জামায়াতের হাত থেকে যেন তারা নিজেদের রক্ষা করে। এদের সম্পর্কে যেন সচেতন থাকে। কারণ এরা ধ্বংস করতে জানে, মানুষকে কিছু দিতে পারে না, সৃষ্টি করতে জানে না। এরা লুটপাট করতে পারে, দুর্নীতি করতে পারে, নিজেদের আখের গোছাতে পারে, মানি লন্ডারিং করতে জানে।
সরকার প্রধান শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত লুটপাট, সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদ এগুলো ছাড়া আর কিছুই পারে না। এদের হাত থেকে দেশবাসী যেন রক্ষা পায়, সেটাই আমরা চাই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে রেল বন্ধের পদক্ষেপ নিয়েছিল। আওয়ামী লীগ সরকারে এসে রেলের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে বলেই কিন্তু আজকে এই কাজগুলো করতে পেরেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; আইনমন্ত্রী আনিসুল হক এবং রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।