ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন হামলার শিকার একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শুভ নামের একজন ব্যক্তিগত সহকারীকে নিয়ে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঢোকেন তিনি।
সেখানে গণমাধ্যমকে হিরো আলম জানান, তার ওপর হামলাকারীদের শনাক্ত করতে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও দেখা করবেন।
>>> আরও পড়ুন: আমার ওপর হামলার সময় প্রশাসন নিশ্চুপ ছিল: হিরো আলম
উল্লেখ্য গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ উপলক্ষে ওইদিন বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। পরে ভোট কেন্দ্র থেকে বের হলে হামলার শিকার হন তিনি। এরপর তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফিরে সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম। একই সঙ্গে তিনি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন কবেন না বলে জানান।
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করা হয়। অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে মামলাটি করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
>>> আরও পড়ুন: ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে পিটুনি, হাসপাতালে হিরো আলম
এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে সবশেষ বুধবার (১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মানিক গাজী ও আল আমিন।
এর আগে গ্রেফতার ৭ জন হলেন- ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজন কারাগারে।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।