ছবি: সংগৃহীত
সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
এদিকে সমাবেশ শুরুর আগে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে। এতে এক সাংবাদিক ও এক ছাত্রদল কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন- বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলি আক্তার (৪০) ও রামপুরা এলাকার ছাত্রদল কর্মী নাইম হোসেন (২২)।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিউলি বাম পায়ের পাতায় ব্যাথা পেয়েছেন। তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আর নাইমের বাম পায়ের হাড়ে ফ্যাকচার রয়েছে। তাকে ভর্তি রাখা হয়েছে।
সাংবাদিক শিউলি জানান, মঞ্চে উঠে তিনি বিএনপি নেতাদের বক্তব্য নিচ্ছিলেন। এসময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টা ১৮ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে অনেকটা দুলতে দুলতে ভেঙে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।