ফাইল ছবি
রাজধানীর শান্তিনগরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের পাশের আবেদ হোল্ডিং নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)। বন্ধু ও পুলিশের ভাষ্য, নির্মাণাধীন ভবনটিতে চোর সন্দেহে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে মারধর করা হচ্ছিল। এতে বাধা দেন খালেদ। তখন তাকেও মারধর করা হয়। মারধরে তার মৃত্যু হয়।
খালেদকে উদ্ধার করে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু সজীব। তিনি বলেন, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে নিরাপত্তাকর্মীসহ ১০ থেকে ১৫ যুবক মারধর করছিলেন। তিনি তাদের বাধা দিতে গেলে তারা খালেদকেও মারধর করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খালেদের বড় ভাই শাকিল শেখ জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। বাবার নাম আবদুস সামাদ শেখ। খালেদ ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। তিনি থাকতেন রামপুরা হাইস্কুল রোডের একটি ভাড়া বাসায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, খালেদ নামে এক যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চোর সন্দেহে এক যুবককে মারধর করতে থাকে কয়েকজন। সেখানে খালেদ নামের যুবক বাধা দিতে গেলে তাকে তারা মারধর করে আহত করে। পরে চিকিৎসার জন্য ঢামেক নিয়ে গেলে। সেখানে তার মৃত্যু হয়।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।