Apan Desh | আপন দেশ

প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ৩১ জুলাই ২০২৩

আপডেট: ২৩:৩৯, ৩১ জুলাই ২০২৩

প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে বিচারকের কার্যলয়ের সামনে সিইসি কাজী হাবিবুল আউয়াল

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল রুদ্ধদ্বার বৈঠক করেছে। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা, সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং ইসি রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে: সিইসি

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্ট যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রতিনিধি দলটি সুপ্রিম কোর্টে পৌঁছায়।

এসময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

আপন দেশ/জেডআই/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়