Apan Desh | আপন দেশ

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ৬ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:৩৩, ৬ আগস্ট ২০২৩

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

ডিবি প্রধান হারুন অর রশীদ

ঢাকা: বিএনপি নেতা অ্যাড. রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ করতে গিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন। তার অভিযোগটি খতিয়ে দেখা হবে জানিয়েছেন ডিবির প্রধান হারুন অর রশীদ।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিবি প্রধান বলেন, আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলম এর আগেও ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী সময়ে এসেছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের শনাক্ত করতে। এ ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেফতার করেছি। আজ তিনি এসেছিলেন, ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।

তিনি বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে।

তিনি আরও বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখব।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়