রিচার্ড নেফিউ
ঢাকা: স্যাংশন দুর্নীতি দমনের হাতিয়ার। ভবিষ্যতে এটাকে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।
সোমবার (৭ আগষ্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
ফরেন সার্ভিস একাডেমিতে নেফিউর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, এটি (স্যাংশন) যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়।
পররাষ্ট্রসচিব বলেন, নেফিউ বলেছেন যে বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।
আরও পড়ুন <<>> অর্থপাচার-দুর্নীতি রোধে কৌশল নিয়ে আলোচনা
তিনি আরও বলেন, আমরা তাকে সক্ষমতা বাড়ানোর কথা বলেছি এবং যেসব দেশে অবৈধভাবে অর্থ গেছে তাদের সহায়তা পাওয়ার কথা বলেছি।
রিচার্ড নেফিউ রোববার (৬ আগস্ট) ঢাকায় আসার পর দুদকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। সোমবার তিনি প্রথমে মার্কিন দূতাবাসে সুশীল সমাজের প্রতিনিধি এবং পরে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিচার্ড নেফিউ মার্কিন কূটনীতি এবং বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন।
গত ৫ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তাকে স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেন। রিচার্ড নেফিউ সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন।
স্টেট ডিপার্টমেন্টে যোগ দেয়ার আগে রিচার্ড নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন।
আপন দেশ/এবি/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।