Apan Desh | আপন দেশ

বিমানবন্দর-ফার্মগেট এক্সপ্রেসওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:২৬, ১৪ আগস্ট ২০২৩

বিমানবন্দর-ফার্মগেট এক্সপ্রেসওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বর

ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

সোমবার (১২ আগস্ট) সেতু ভবনে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, এ অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। আপাতত মোটরসাইকেলও চলবে না। যানবাহনের গতিসীমা থাকবে ৬০ কিলোমিটার।

আরও পড়ুন: রাজনীতিবিদদের সঙ্গে দুই কংগ্রেসম্যানের বৈঠক আজ

২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলও উদ্বোধন করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়