Apan Desh | আপন দেশ

ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে ইয়ূথ ফোরামের খোলা চিঠি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৬, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:০৩, ১২ জানুয়ারি ২০২৫

ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে ইয়ূথ ফোরামের খোলা চিঠি

ছবি: আপন দেশ

মাননীয় প্রধান উপদেষ্টা,

আমি মুহাম্মদ সাইদুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইয়ুথ ফোরাম। পত্রের শুরুতেই আমার সালাম নিবেন। দেশের এক ক্রান্তিকালে আপনার সরকারের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। দুই সহস্রাধিক ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রিয় দেশ দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। সে অর্জন ধরে রাখার ঐতিহাসিক দায়িত্ব এখন আপনার ওপর।

জুলাই অভ্যুত্থানে যে সকল বীর ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, পরিবার পরিজন হারিয়ে এতিম, বিধবা ও সন্তানহারা হয়েছেন তাদের মূল আকাঙ্ক্ষা ছিল এ দেশকে চিরতরে ফ্যাসিবাদ মুক্ত করা। বিশেষত বিগত দেড় দশকে যারা ফ্যাসিবাদের রামরাজত্ব কায়েম করেছিল তাদেরকে এ দেশের রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করা। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, অভ্যুত্থানের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের এখনো সমূলে মূলোৎপাটন করা যায়নি। 

পাশাপাশি দেশি-বিদেশি কুচক্রী মহলের চক্রান্তে অভ্যুত্থানের পরাজিত শক্তিকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের পায়তারাও অব্যাহত রয়েছে। যার ফলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোর মাঝে বিভেদ-বিভক্তি দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। 

এসব কারণেই আমি মনে করছি, আপনার নেতৃত্বাধীন অভ্যুত্থানের সরকার ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে। জুডিশিয়াল ক্যু, আনসার বিদ্রোহ, ইস্কনের ছত্রছায়ায় সনাতন বিদ্রোহ, আমলা বিদ্রোহ, সর্বশেষ সচিবালয়ের অগ্নিকাণ্ডসহ রাষ্ট্র ও প্রশাসনে ঘটে যাওয়া এসব ছোটবড় প্রতিটি ঘটনাই অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এমতাবস্থায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের সুরক্ষা নিশ্চিত করণ এবং অভ্যুত্থানে শহীদ, আহত ও স্বজনহারা ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার সমীপে আমি বিশেষ কিছু প্রস্তাবনা রাখতে চাই।

প্রস্তাবনা সমূহ-

১. ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক-অরাজনৈতি পক্ষাগুলোর মাঝে মৌলিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করে জাতিগত ঐক্য নিশ্চিত করা।

২. রাষ্ট্র ও প্রশাসনের সকল সামরিক-বেসামরিক সেক্টর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের অতি দ্রুত অপসারণ করা। 

৩. অতি দ্রুত জুলাই-আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করা। 

৪. পতিত ফ্যাসিবাদী শক্তিকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের সকল রাষ্ট্রীয় ও রাজনৈতিক পাঁয়তারা বন্ধের কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করা।

৫. বিগত দেড় দশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত সকল গুম, খুন, বিচারিক হত্যার সঠিক তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা। 

৬. শেয়ারবাজার লুট, হল মার্ক কেলেঙ্কারি, অর্থ পাচারসহ বিগত সরকারের আমলে সংগঠিত সকল আর্থিক কেলেঙ্কারির সঠিক তদন্ত পূর্বক দ্রুত বিচার নিশ্চিত করা।

৭. দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের লক্ষে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য গঠিত কমিশনেকে পরিপূর্ণ স্বাধীন পরিবেশে কাজের সুযোগ প্রদান করে ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

৮. শাপলা চত্বরে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর চালানো গণহত্যার বিচার নিশ্চিত করতে আলাদা কমিশন গঠন করা। 

৯. দীর্ঘদিন যাবত দেশে ভোটের সংস্কৃতির অনুপস্থিতির ফলে দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। অতএব মৌলিক ও অগ্রাধিকার ভিত্তিক প্রয়োজনীয় সকল সংস্কারসমূহ দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা। 

প্রধান উপদেষ্টা, আমি বিশ্বাস করি আপনার ন্যায় একজন বিশ্ব নন্দিত ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করা। অতএব আমার উপরোক্ত প্রস্তাবনা সমূহ দ্রুত আমলে নিয়ে আমাদেরকে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়