
পাখি লালন করেই স্বপ্ন পুরন হলো যুবকের
রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মিলনুর রশীদ মিলন। পিতা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেয় তিনি। তখন হাইস্কুলের ছাত্র ছিলেন মিলন। সংসারের খরচ মেটাতে মটর গাড়ির পার্টসের দোকান দেন। দিন চলে গেলেও অর্থনৈতিক সংকট ছিল। দীর্ঘদিন পর পাখি বিক্রি করে সে এখন মাসে ২০-২৫ হাজার টাকা আয় করেন। তার বাড়ি এখন ‘পাখি বাড়ি’ নামে পরিচিত। মিলন তার ছোট বোনের বিয়ে দিয়েছে, এরপর নিজের বিয়ে করেছে। এখন তার একটি ছেলে রয়েছে। সুখী জীবন এখন তার।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।