ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খেলায় হেরে গেছে। এখন ফাইনাল খেলা শুধু নির্বাচনটা বাকি। সেটিতেও হারবে বিএনপি। ফখরুল সাহেব- নেতাকর্মীদের আর কত মিথ্যা আশ্বাস দেবেন-প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।
শনিবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এতদিন হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল- বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কিন্তু আজ দেখলেন বাইডেন সাহেব নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে। সঙ্গে পুতুলও ছিল। এই দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে? এখন কোন যাত্রা। পতনযাত্রা না, পশ্চাৎযাত্রা। তারা পেছনে হাঁটতে শুরু করবে। কেবল পেছনে।
বিএনপির সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফখরুল সাহেব এখন কী দেখাবেন? এখন আর মনে হয় না জনগণ গণমিছিলে আসবে। আমি বলতে চাই, আন্তর্জাতিক বলয় বন্ধুত্বের বলয়। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়। আজকে বিএনপি মিথ্যাচার করে বেড়াচ্ছে। তাদের একটা গ্রামের কর্মীও মিথ্যাচার করে যাচ্ছে। ফখরুল সাহেব, সিঙ্গাপুর থেকে পরামর্শ করে এসেছেন। এসে এক দফার আন্দোলন করছেন। এ আন্দোলন ভুয়া। বিএনপির আন্দোলন ভুয়া।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি সব সিটে ক্যান্ডিডেট (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী) খাড়া করে দিয়েছে। একজন দুইজন করে, কোথাও আরও বেশি। ওপরে ওপরে আন্দোলন, তলে তলে নির্বাচন- এমন অবস্থা বিএনপির। যার যত বেশি টাকা, সে তত বেশি লন্ডনে পাড়ি জমাচ্ছে। নির্বাচন না করলে বিএনপির মনোনয়ন বাণিজ্য কীভাবে হবে? খেলায় হেরে গেছে ওরা। খালি নির্বাচনটা হওয়া বাকি। ফাইনাল খেলাতেও বিএনপি হেরে যাবে।’
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি অসিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইসমাইল, শহীদ সেরনিয়াবাদ, আব্দুল সাত্তার মাসুদ, আবুল হোসেন, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, গোলাম সারোয়ার কবির, শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য গিয়াস উদ্দিন পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ড প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ও প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।