ফাইল ছবি: কৃষিমন্ত্রী
বঙ্গবাজারের মতো মোহাম্মদপুর কৃষি মার্কেটও অস্থায়ী ভিত্তিতে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
কৃষিমন্ত্রী বলেন পুনর্বাসনের বিষয়ে দোকানদারদের সঙ্গে আলোচনা না করে, সিদ্ধান্ত নেবে না সরকার। মার্কেটে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে দেখা হবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রীর কাছে পুনর্বাসনের দাবি জানান ব্যবসায়ী ও দোকান মালিকেরা। দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া মার্কেটে ব্যবসার সুযোগ করে দেয়ার দাবি তাদের।
এদিকে আগুনের ঘটনার দ্বিতীয় দিনেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুনে কৃষি মার্কেটের ২১৭টি দোকান পুড়ে যায়। এ নিয়ে তদন্ত করছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের দুটি আলাদা তদন্ত কমিটি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।