Apan Desh | আপন দেশ

বিএনপিতে ফেরা নিয়ে যা ভাবছেন তৈমুর আলম

অনিক রহমান

প্রকাশিত: ১৭:০৬, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:০৮, ১ অক্টোবর ২০২৩

বিএনপিতে ফেরা নিয়ে যা ভাবছেন তৈমুর আলম

তৈমূর আলম খন্দকার

ঢাকা: তবু যদি বিএনপির নীতি নির্ধারনী ফোরাম তাকে ডাক দেয়। দীর্ঘ ১৩ বছর আশায় আশায় ছিলেন তৈমূর আলম খন্দকার। আশায় গুড়েবালি। হতাশ হয়ে যোগদান করেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও বহিস্কৃত নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে।

দলটির মহাসচিবের দায়িত্ব পান বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকার। গত ১৯ সেপ্টেম্বর এ পদে নির্বাচিত হন তিনি। এর পরই দলের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 

এরপর বিএনপির তরফ থেকে দলছুট ও বহিষ্কৃত নেতাদের ঘরে ফেরানোর উদ্যোগ নেয় নীতি নির্ধারণী ফোরাম। শর্ত দেয়া হয় দলে ফিরতে চাইলে ত্রুটি মার্জনা চেয়ে আবেদন করতে হবে সংশ্লিষ্ট নেতাকে।

বিএনপির এ উদ্যোগে সাড়া দেবেন কিনা? আপন দেশের এমন প্রশ্ন ছিল তৈমূর আলম খন্দকারের কাছে। 

বিএনপি যদি আমার মতো কর্মীকে দরকার মনেই করত তাহলে দীর্ঘ ১৩ বছরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত। সেটা তো দেয়নি।

নিজেকে খড়কুটো আখ্যা দিয়ে সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপির এখন অত্যন্ত সুসময়। এ সুসময়ে আমার মতো খড়কুটোর দরকার নেই। 

বলেন, বিএনপিতে ফেরার কোনো সুযোগ নেই। তবে দলের সঙ্গে জোট হতে পারে, সেটি তৃণমূল বিএনপির সিদ্ধান্তক্রমে। জোটের রাস্তাও তো যখন-তখন ভাঙে।

বিএনপির শুভানুধ্যায়ি ও দলীয় নেতাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তৈমুর আলম খন্দকার বিএনপির পুড় খাওয়া নেতা। নারায়নগঞ্জে তার জনপ্রিয়তা বিএনপির স্থায়ী কমিটির দেু’একজন নেতার চেয়ে বেশি।  তাকে ছুড়ে ফেলে দেয়া ঠিক হয়নি। তৈমুর আমের মতো নেতা বছরে তৈরী হবে না। তার প্রতি দলের নীতি নির্ধারকরা সুবিচার করেন নি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। 

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈমুর আলম খন্দকারকে নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে তৃণমুল গঠন নিয়ে সরকারকে দোষারূপ করেছেন। বলেছেন, বিএনপি ভাঙার চেষ্টা করে লাভ হবে না। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়