ছবি: সংগৃহীত
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তলে তলে সবার সঙ্গে আপস হয়ে গেছে জানিয়ে নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আর স্যাংশনস আসবে না। তাদের দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই৷ যথাসময়ে নির্বাচন হবে।
তিনি বলেন, এক সেলফি দিল্লিতে আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুলের সঙ্গে জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত, এরপর নিউইয়র্ক। কোথায় স্যাংশনস কোথায় ভিসানীতি?
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার অদূরে সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে দলের ধামরাই, সাভার, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জসহ মোট সাত উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন বলে মঞ্চ থেকে জানানো হয়।
সমাবেশে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা ‘খেলা শুরু’ হয়ে গেছে মন্তব্য করে নির্বাচন পর্যন্ত মাঠ নিজেদের দখলে রাখার ঘোষণা দেন।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ভিসা নীতির ধমকি-ধামকি শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা ভিসা নীতির পরোয়া করি না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। তাহলে কেন ভিসানীতি, নিষেধাজ্ঞা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। ফখরুলের (বিএনপি মহাসচিব) গলার আওয়াজ নরম হয়ে গেছে। বিএনপি এখন ফাউল করছে।
বিএনপি নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা মন্তব্য করে তিনি বলেন, তাদের (বিএনপি) দম ফুরিয়ে গেছে। বিএনপির কত হুমকি! এখন অক্টোবর চলে যাচ্ছে। ৪৮ ঘণ্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় পরে গেছে। নির্বাচন ছাড়া জনগণ এই মুহূর্তে আর কিছুই চায় না। এখন ভোট হলে শতকরা ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দেবে।
অক্টোবর থেকে খেলা শুরু হয়ে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগামী নভেম্বর মাসে সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলেই হলুদ কার্ড, লাল কার্ড। ফাউল করা চলবে না। ফাইনাল খেলার জন্য তৈরি হয়ে যান। অক্টোবরে নাকি সরকারের পতন। কোন বছরের অক্টোবরে? নভেম্বরে-ডিসেম্বরেও কিছুই হবে না। বিএনপির মতো হাঁটু ভাঙা, কোমর ভাঙা দল ফাইনাল খেলতে পারবে না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোমর সোজা করে তৈরি হয়ে যান। কৌশল ভালো করে বুঝে নেন। সাংঘাতিক খেলা হবে।’
ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ। এছাড়া ঢাকা জেলার নেতারাও বক্তব্য দেন।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।