Apan Desh | আপন দেশ

নয়াপল্টন রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ অক্টোবর ২০২৩

আপডেট: ১৫:১৪, ২৮ অক্টোবর ২০২৩

নয়াপল্টন রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

পল্টন সমাবেশস্থলে টিআর গ্যাস নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবি।

পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।  বেলা ৩টার দিকে টিআর ছুড়তে ছুড়তে মহাসমাবেশস্থলের দিকে যায় আইনশৃঙ্খলাবাহিনী।  

এ সময় টিয়ার শেলের গ্যাস থেকে রক্ষা পেতে কাপড়ে-কাগজে আগুন দিয়ে ধোয়া নিবারণের চেষ্টা করে। ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে যায়। 

মঞ্চস্থল থেকে নেতারা দলীয় কার্যালয়ে চলে যায়। কাঁদানে গ্যাসের কারণে নেতাকর্মীরা অসুস্থবোধ করছেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়