Apan Desh | আপন দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ৩ নভেম্বর ২০২৩

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন বাতিল, সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র  কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মহাসমাবেশের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। সমাবেশস্থলেই জুমআর নামাজ আদায় করেছেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন<<>> ’ইন্নালিল্লাহ’ কমিশনের সঙ্গে কিসের সংলাপ

মহাসমাবেশ অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাতে পাখা ও কণ্ঠ মিছিল নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে নেতাকর্মীরা। 

নির্বাচন কমিশনের দাওয়াতে যাচ্ছে না দলটি। উপরন্তু নির্বাচন কমিশনকে ‘ইন্নালিল্লাহ কমিশন’ আখ্যা দিয়ে তা বর্জন করেছে। 
আজকের এই মহাসমাবেশ থেকে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন। 

আপন দেশ/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়