Apan Desh | আপন দেশ

যুবদল নেতা পলকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

নিজম্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ১০ নভেম্বর ২০২৩

যুবদল নেতা পলকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

রেজাউল কবির পলক

নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে না ফেরার প্রতিজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার গভীর রাতে যুবদলেরসহ-সভাপতি রেজাউল কবির পলককে তার ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে রিজভী বলেন, চলমান গণ-আন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী এতোটাই ভীত হয়ে পড়েছে যে, নিরীহ মানুষসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন ও গ্রেপ্তারের পাশাপাশি মানবতাবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে। গতরাতে রেজাউল কবির পলকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে যাওয়া তারই অংশ।

তিনি বলেন, সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর এ কারণেই জনগণের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি শাসক সেজে জনগণকে শোষণ করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রেজাউল কবির পলকে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনই তুলে নিয়ে গেছে। তাই তাদেরকেই রেজাউল কবির পলকে পরিবারের নিকট ফেরত দিতে হবে। রেজাউল কবির পল নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়