ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এই প্রতিক্রিয়া জানান।
এদিকে তফসিল ঘোষণার পরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। বিক্ষোভ থেকে তারা তফসিল বাতিল করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
প্রতিক্রিয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, মূলধারার বিরোধীদল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে সরকারদলীয় নীল-নক্শার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। জনগণের ভোটাধিকার হরণকারী এবং সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এমতাবস্থায় সরকারি দলকে খালি মাঠে গোল করার সুযোগ দিতেই আজ্ঞাবহ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ষড়যন্ত্রমূলক নীল নকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে।
মুজিবুর রহমান বলেন, গণতন্ত্রকামী সংগ্রামী জনতা একতরফার সাজানো নির্বাচন হতে দিবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে। সকল দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।