ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যানের পর এবার আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ আন্দোলনরত অন্যান্য দলগুলোও। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল পালনের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে হরতালের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।
গণ অধিকার পরিষদেরও হরতাল আহ্বান: দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে আগামী রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে গণ অধিকার পরিষদও (নুরুল হক নুর)।
বৃহস্পতিবার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এ হরতালের কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
দ্বাদশ জাতীয় সংসদের এ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোট আজ (১৬ নভেম্বর) সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয়।
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপিসহ আন্দোলনরত অন্যান্য বিরোধী দলগুলো।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।