Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:৩৭, ১৯ নভেম্বর ২০২৩

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

তার আগে সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের।

শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে। আয় হয়েছে পাঁচ কোটি ৩৭ লাখ টাকা।

এ দিন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারা দেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।

এসময় দেখা যায়, সারা দেশ থেকে ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়। প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। মাইকিংসহ নির্দেশনা দিয়েও সামাল দিতে হিমশিম অবস্থা ছিল আটটি বিভাগের জন্য পৃথক বুথে ।

আরও পড়ুন <> আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, দিনশেষে ঢাকা, ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়