টিক চিহ্নধারী আমজাদ হোসেন, ছবি সংগৃহীত
যুবদল নেতাকে বাসায় ফেরার সময় ধরে নিয়ে দলীয় অফিসে নিয়ে মারধোর করেছে ক্ষমতাসীন দলের লোকজন। পরে তাকে পুলিশ উদ্ধার করেছে বলে অভিযোগ উঠেছে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল জানায়, বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সকাল সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরছিলেন মো. আমজাদ হোসেন। এ সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাকে ধরে স্থানীয় ভাটারা থানায় নতুন বাজার আওয়ামী লীগ অফিসে নিয়ে যায়।
জুয়েল অভিযোগ করেন, আমজাদকে প্রথমে রাস্তায় পরে দলীয় অফিসে মারধর করে ক্ষমতাসীন দলীয়রা। সকাল সাড়ে ৮টা থেকে ৪ ঘণ্টা আটক রাখা হয়।
এ খবর পেয়ে ভাটার থানা পুলিশ আওয়ামী লীগ অফিসে গিয়ে আমজাদ হোসেনকে উদ্ধার করে।
আমজাদ হোসেন ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার ৩৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।