অবরোথের সমর্থনে রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ দাবীতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার একতরফা নির্বাচন করার নীলনকশা হিসেবে রাজধানীবিদদের গরুর মত বেচাকেনা করছেন। কিন্তু দেশপ্রেমিক কোনো রাজনীতিবিদ বা দল জাতির সঙ্গে বিশ্বাসঘাতকা করে এই অবৈধ সরকারের অধীনে আজ্ঞাবহ ইসির অধীনে নির্বাচনে যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিলগ্নে যারা মীরজাফর হিসেবে উদয় হবে তারা জনগণের দ্বারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান শাহআলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।