ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে আজ। আগামীকাল রোববার (২৬ নভেম্বর) দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সূত্র বলছে, গত তিন দিনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ করা হয়েছে। জনপ্রিয়তা, দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা, অর্থনৈতিক শক্তভীত এবং বিচক্ষণ নেতৃত্বসহ বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে বাঁছাই প্রক্রিয়ায়।
ওই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একজন নেতা আজ রাত ৮টায় আপন দেশকে জানান, তিনশ আসনের মধ্যে মাত্র ৯টি আসনে একক প্রার্থী রয়েছেন। বাকি ২৯১টি আসনে ৩ থেকে ১৩জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। গডে ১১জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। নির্বাচন কমিশনে বাছাইয়ের দিক বিবেচনা রেখে এবং বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আপাতত তিন স্তরের প্রার্থী তালিকা করা হচ্ছে। প্রথম বা দ্বিতীয় তালিকায় নাম রাখতে মনোনয়ন প্রত্যাশীদের লবিং তদ্বির চলছে। কেন্দ্রীয় নেতারাও তাদের পছন্দের প্রার্থীকে বহাল রাখতে লবিং করছেন। দিনভর যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তাতেও কাটছাঁটের রাত আজ, - যোগ করেন ওই নেতা।
তালিকা প্রকাশের ব্যাপারে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে
প্রার্থী তালিকা ঘোষণা করার আগে রোববার সকালে মনোনয়নপ্রত্যাশী যারা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন<<>> স্বতন্ত্র প্রার্থীর ওপর মন্ত্রীর লোকের হামলা, মনোনয়ন ফরম ছিনতাইয়ের চেষ্টা
এ সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এর আগেই দলীয় মনোনয়ন দেয়া হবে। দলের তরফ থেকে একটি চিঠি যাবে নির্বাচন কমিশনের কাছে। তাতে উল্লেখ থাকবে দলীয় প্রার্থীর নাম।
নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই চার দিনে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।
ঢাকা বিভাগে বিক্রি হয়েছে ৭৩০টি ফরম। চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগে ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি এবং রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। কয়েকটি বাদে প্রতিটি আসনে নৌকার মাঝি হতে লড়ছেন ১১ জন।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।