কে এম খালিদ, মন্নুজান সুফিয়ান এবং জাকির হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার তিন সদস্য। তারা তিনজনই প্রতিমন্ত্রী, বর্তমানে সংসদস্য আছেন। তবে মন্ত্রী ও উপমন্ত্রীদের কেউ এ তালিকা থেকে বাদ পড়েননি।
ঘোষিত তালিকায় দেখা গেছে, খুলনা-৩ আসনের এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বাদ পড়েছেন কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন মো. বিপ্লব হাসান। মো. জাকির হোসেন জেলা আওয়ামী লীগের সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিও মনোনয়ন পাননি। তার আসনে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (রোববার) ২৯৮ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে, কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি তারা।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।