ফাইল ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে পরিকল্পনার অংশ হিসেবেই জেলে রাখা হয়েছে বিএনপি নেতাদের। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে।
একরাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি বলে মন্তব্য করেন ড. আবদুর রাজ্জাক।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন <> প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল
ড. আবদুর রাজ্জাক বলেন, নির্বাচনে এলে ছাড় দেয়ার প্রস্তাবে রাজি হয়নি তারা। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই। বিএনপি নেতাদের গ্রেফতার করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানান তিনি।
তিনি বলেন, সংবিধান সমুন্নত রেখে নির্বাচন করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ। বিএনপি নেতা-কর্মীদের জেলে না রাখলে হরতাল-অবরোধে সড়কে এত গাড়ি চলত না বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।