ফাইল ছবি
বিএনপি-জামায়াতের হরতাল সোমবারের বদলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য দলটির তাদের কর্মসূচির দিন পরিবর্তন করেছে।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় শোকের সঙ্গে দলীয় শোক পালন করা হবে তাই হরতালের দিন বদল করা হয়েছে।
জরুরী সংবাদ সম্মেলন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতও তাদের কর্মসূচির তারিখ বদল করবে। ই-মেইলে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানাবেন।
গত শুক্রবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন রিজভী আহমেদ। টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।
এর আগের কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি দিল সরকার বিরোধী এক দফা আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা জোট।
বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মসূচি থেকে বিরত ছিল দলটি।
ঢাকায় গত ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে কর্মসূচি দিয়ে আসছে দলটি।
এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।