ছবি: সংগৃহীত
অসহযোগের কথা বলে কেউ ট্যাক্স না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা অসহযোগের কথা বলে, তারা ট্যাক্স, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাড়া আদায় করা হবে। এদের আর কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের জেলে রাখা প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় যেমন হামলা চলছে, ঠিক তেমনিভাবে ২৮ অক্টোবর পল্টনে হামলা চালিয়েছে তারা। ওইদিন মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতারা এর দায় কখনো এড়াতে পারবে না। তবে আমরা বলছি না তারা চিরজীবন জেলে থাকবে। তারা আইন ভঙ্গ করে জেলে আছে।
তিনি বলেন, নির্বাচনে টুকটাক সমস্যা হয়েই থাকে, মেজর কোন প্রবলেম হয়নি। মোটামুটি ঠিকই আছে। যারা আন্দোলন করতে গিয়ে পালিয়ে গেছে। উঁচু গলায় বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, তার নেতারা পালিয়ে যাচ্ছেন, এমনকি অলিগলি খুঁজছেন। অথচ দেখা গেল, গত ২৮ অক্টোবর বিএনপিরাই পালিয়েছিল। তারা আবার অসহযোগ আন্দোলন করবে।
আরও পড়ুন>> জাতীয় পার্টি ইশতেহারে ২৪ দফা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে দল পালিয়ে গেল, সে দল অসহযোগ আন্দোলন করবে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাট-বাজার, দোকানপাট জীবন যাত্রা স্বাভাবিক। এর অর্থ তাদের ডাকে জনগণ সারা দেয়নি। যতই অগ্নি সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পুড়াচ্ছে ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে উপস্থিতি স্বাভাবিক হচ্ছে।
আপন দেশ/ইবি/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।