Apan Desh | আপন দেশ

কাল অবরোধ, গণসংযোগ শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ২৩ ডিসেম্বর ২০২৩

কাল অবরোধ, গণসংযোগ শেষ হচ্ছে আজ

ফাইল ছবি

ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার বিরোধীরা। দাবির সমর্থনে সারা দেশে টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছে। শনিবার (২৩ ডিসেম্বর) শেষ হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি। আগামীকাল রোববার (২৪ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ মিত্ররা। 

এর আগে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাত দিয়ে সহযোগ আন্দোলনের ডাক দেন। এর কয়েক কয়েক ঘণ্টা পরই গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন।

সে সময় তিনি ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে।

রিজভী আরও বলেন, সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ করছি। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন।

এর পাশাপাশি মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত ‘লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীকে’ আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এর প্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়