Apan Desh | আপন দেশ

ঢাকা-৭: প্রচারণায় সাড়া ফেলেছে ঈগল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২২, ২৫ ডিসেম্বর ২০২৩

ঢাকা-৭: প্রচারণায় সাড়া ফেলেছে ঈগল

ছবি: আপন দেশ

নির্বাচনের প্রচারণায় ঢাকা-৭ আসনে ঈগল প্রতীক বেশ সাড়া ফেলেছে। আসনটির পাড়া-মহল্লায় বিভিন্ন স্থানে নানা শ্রেণি-পেশা এবং সাধারণ মানুষের প্রতীকটির প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তাদের ভাবনায়, আসনটির নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগলকেই দেখছেন। 

জানা গেছে, আসনটির আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র এই প্রতীকে নির্বাচন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। 

তিনি বলেন, ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। শৈশবে বাবা হারিয়েছি। বাবার আদর পাইনি। তারপরও রাজনীতি থেকে কখনো সড়ে দাঁড়ায়নি। ৩০ বছর ছাত্র রাজনীতি থেকে শুরু করে লালবাগ এলাকার দুই বারের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জনসেবা করার জন্য এ আসনকে স্মার্ট, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত আসন গড়ে তোলার লক্ষ্যেই পাশে দাঁড়িয়েছি।

আরও পড়ুন>> নৌকায় ঈগলের ছোবল, নেতা মরছে, বৈঠায় ভাঙছে দাঁত

এদিকে, প্রতীক বরাদ্দের দিন থেকে ঢাকা-৭ আসনে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন হাসিবুর রহমান মানিক। সমর্থক ও অনুসারীদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে, তাদের কাছে চাচ্ছেন ভোট। 

প্রচারণায় অংশ নেওয়া কয়েকজন জানায়, প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের অন্তত ১০ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে থাকেন মানিক। প্রাইভেটকার ও পায়ে হেঁটে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে থাকেন। ভোটারসহ সাধারণ মানুষের মাঝে তিনি পর্যাপ্ত পোস্টার ও লিফলেট বিতরণ করেন। 

অপরদিকে আসনটি ঘুরে সাধারণ মানুষের প্রত্যাশায় জানা যায়, উন্নয়নে তাদের জন্য যিনি কাজ করবেন তাকেই চান। তবে, ভোটাররা জানায়, তারা সৎ ও যোগ্য প্রার্থী ঈগল প্রতীকের মানিককে নির্বাচিত করতে চায়।

জানা গেছে, ঢাকা-৭ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থী নৌকার সোলায়মান সেলিম, জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র হাসিবুর রহমান মানিক। 

ভোটারদের উদ্দেশ্যে হাসিবুর রহমান মানিক বলেন, ‘আমাকে একটি ভোট দিন। যে ভোটটি আমানত রেখে আপনাদের সেবা করতে পারি।’

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে আপনারা ভোট দিতে আসুন। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রয়োগ করবেন। একটি ভোট চাই, সে ভোটটি তরুণ প্রজন্ম এবং নবীনদের ভোট হোক।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-৭ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন। আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতয়ালীর একাংশ, চকবাজার, লালবাগ, কামরাংগীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত। সীমানা, পূর্বে- নাজিরাবাজার, পশ্চিমে-হাজারীবাগ, উত্তরে-পলাশী ও দক্ষিণে- কামরাংগীরচর। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১২৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬৫০ জন। নারী ভোটর ১ লাখ ৬২ হাজার ৪৭৮ জন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়