Apan Desh | আপন দেশ

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের হামলা, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ২৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:১৪, ২৬ ডিসেম্বর ২০২৩

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের হামলা, আহত কয়েকজন

ছবি: আপন দেশ

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের ধস্তাধস্তি হয়। এ সময় বেশ কয়েকজন নেতা রাস্তায় পড়ে যান। দলটির অভিযোগ, এক তরফা ভোট বর্জনের আহ্বানে মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চ। তাতে দলের নেতারা অভিযোগ করে বলেছেন, সরকার ডামি নির্বাচন সফল করার স্বার্থে এবং বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করছে।

এতে বলা হয়, মঙ্গলবার পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেব রাজধানীর মতিঝিল থেকে ধূপখোলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছিল দলটি। বেলা সাড়ে ১১টায় গণসংযোগ শুরুর আগে মতিঝিলে সমাবেশে মিলিত হন দলের নেতাকর্মীরা। 

আরও পড়ুন>> নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে ইইউ: কাদের

বক্তব্য শেষে নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয় ও হামলা করে। হামলায় মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 

এর আগে সমাবেশস্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিছিলে কয়েক দফায় বাধা ও ব্যানার কেড়ে নেয়া হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়