ছবি : আপন দেশ
প্রার্থীরা ভোট চাইতে আসলে তাদের কাছে নিত্যপণ্যের দাম জিজ্ঞেস করার আহ্বান জানিয়েছে এবি পার্টি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে দলটির নেতারা এ আহ্বান জানান।
সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নৌকা বা নানা মার্কা সম্বল করে ডামি নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদের কাছে আপনারা পিয়াজের কেজি কেন আড়াইশ’ টাকা তা জিজ্ঞাসা করবেন। ১০ টাকা কেজি দরে চাল কেথায়? বিনামূল্যে সার কই? সাগর রুনি হত্যার বিচার কেন হয়নি- এসব বিষয়ে প্রশ্ন করবেন।
চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে কারা ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তা জানতে চান? তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর ছাড়া কেউ ভোট দিতে যাবেন না। এটা আমাদের আহ্বান ও অনুরোধ। তিনি রংপুরে প্রচারপত্র বিলি কর্মসূচি পালনকালে এবি পার্টির ৩ নেতাকে তুলে নিয়ে থানায় নির্যাতন এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই নির্বাচন সব দিক দিয়ে অবৈধ ও সংবিধানের লঙ্ঘন। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত তারা জনতার আদালতে দেশদ্রোহী। আওয়ামী লীগ জাতির সাথে প্রচারণা করে ভোট চুরি করে গদি আঁকড়ে থাকার জন্য এই নির্বাচন আয়োজন করেছে। তিনি দেশবাসীকে এই নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, অধ্যাপক আবু হেলাল, এসএম আক্তারুজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মো. প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, শাহজাহান বেপারী, আমেনা বেগম, আমানুল্লাহ খান রাসেল, মশিউর রহমান মিলু, রুনা হোসেন, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, ছাত্রপক্ষের সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।