Apan Desh | আপন দেশ

ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৩

ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে: রিজভী

ছবি: সংগৃহীত

ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে

আসন্ন নির্বাচনকে ‘ইমিটেশ’ আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার, ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই ভোট কেন্দ্রে না গিয়ে  বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র‍্যাংগস প্লাজা শপিংমলের আশপাশে গণসংযোগ করেন তিনি। 

রিজভী বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী গতকাল ( বৃহস্পতিবার) বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে’। জবাবে রিজভী বলেন, চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ বিএনপি, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়